সাগরে ভাসিয়ে দেওয়ার পরও ফিরে এলো ডলফিন

কক্সবাজার ইনানী সৈকতের পাটোয়ারটেক পয়েন্টে ৫০ থেকে ৬০ কেজি ওজনের একটি জীবিত ডলফিন ভেসে এসেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ডলফিনটি ভেসে আসে। পরে বিচকর্মীরা জেলা প্রশাসনকে জানালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের একটি টিম ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, সৈকতে জীবিত ডলফিন ভেসে আসার খবর পেয়ে বন বিভাগ ও জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ডলফিনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন।

আরও পড়ুন: ৩ কারণে হালদায় মরছে ‘ডলফিন’

তিনি বলেন, আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার দিকে ডলফিনটি ইনানী সৈকতে ভেসে আসার পর বিচকর্মীরা অনেক চেষ্টা করেন সাগরে অবমুক্ত করতে। কিন্তু শারীরিকভাবে ডলফিনটি সবল না হওয়ার কারণে পুণরায় তীরে ফিরে আসে।

বিচকর্মীদের সুপার ভাইজার মাহাবুব আলম বলেন, মাছ ধরার ট্রলারের আঘাতে বা শারীরিক দুর্বলতার কারণে ডলফিনটি তীরে ভেসে আসে। ডলফিনটি নিয়ে পৃথক দুটি টিম কাজ করছে। একটু সুস্থ হয়ে উঠলে পুনরায় সাগরে ছেড়ে দেওয়া হবে ডলফিনঙ।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!