ফিঙ্গার প্রিন্টে শনাক্ত হলো অজ্ঞাত নারীর লাশ

ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন খন্তিছিলা বড়ুয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

পরিচয় শনাক্ত হওয়া ওই নারী সীতাকুণ্ডের বাকখালী গ্রামের শামসুল হকের মেয়ে শাহানা আক্তার (৩৫)। পিবিআই চট্টগ্রাম জেলার ক্রাইম সিনের একটি টিম অত্যাধুনিক ‘ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেমের (ফিভস)’ মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্ত করে।

পিবিআই চট্টগ্রাম জেলার এসআই মো. হারুন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় পিকআপের ধাক্কায় এক নারী মারা যান। স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর হাইওয়ে পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে অজ্ঞাত ওই নারীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। আমরা খবর পেয়ে বিকেল সাড়ে ৪টায় চমেক হাসপাতালের মর্গে গিয়ে মৃতের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করি।

তিনি বলেন, ফিঙ্গার প্রিন্টের অত্যধুনিক প্রযুক্তির মাধ্যমে বিকেল ৫টা ২০ মিনিটে মরদেহের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই।

এনইউএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!