ফটিকছড়িতে অটোরিকশা—নছিমন সংঘর্ষে মুহূর্তেই লাশ ছাত্র

ফটিকছড়িতে অটোরিকশা—নছিমন মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ (১৭) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে ভুজপুর থানার বিবিরহাট-কাজীরহাট সড়কের বণিকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

শাকিল আহমেদ ভোলা জেলার বাসিন্দা মু. নুরুদ্দিনের ছেলে। সে উপজেলার আল জামেয়াতুল বাবুনগর মাদ্রাসায় এবতেদায়ী পঞ্চম শ্রেণির ছাত্র ।

আরও পড়ুন : বারুণী স্নানে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্ধুসহ আজ দুপুরের দিকে অটোরিকশায় চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওয়ানা দেয় শাকিল। গাড়ি বণিকপাড়া মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শাকিল গুরুতর আহত হয়। পরে মুর্মুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ বিষয়ে নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) তাসলিমা নাসরিন বলেন, মুর্মুর্ষ অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে কিছুক্ষণের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শাকিল আহমেদ নামে একজন মারা যায়। তার মাথায় এবং বুকে একাধিক জখম ছিল।

যোগাযোগ করা হলে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!