প্রাইভেট কারে মদের চালান, চালককে ফেলে পালিয়ে গেল সবাই

রাউজানে গভীর রাতে প্রাইভেট কারভর্তি চোলাই মদসহ গাড়ি চালককেও আটক করা হয়েছে। তবে গাড়িতে থাকা বাকিরা পালিয়ে যায়।

বুধবার (১ মার্চ) রাতে বার্মাছড়ি সড়ক এলাকা থেকে (চট্টমেট্রো গ- ১২- ২০৬২) নম্বরের একটি কার আটক করেন ইউপি মেম্বারসহ স্থানীয়রা। এসময় গাড়ি থেকে বস্তাভর্তি ১৮০ লিটার চোলাই মদ উদ্বার করা হয়।

আটক গাড়িচালক মোরশেদ আলম কুমিল্লা জেলার মোহনগঞ্জ থানার সাকচাইল বিপুলা বাজার এলাকার কালা মিয়ার ছেলে। বর্তমানে তিনি নগরের পাঁচলাইশ থানা এলাকার মোহাম্মদপুর ইসলামিয়া হাউজিং সোসাইটিতে বসবাস করেন।

আরও পড়ুন: ভোর না হতেই মদের কারখানায় অভিযানে ধরা পড়ল পালের গোদা

পরে ইউপি মেম্বার ফিরোজ আহম্মদ বিষয়টি হলদিয়া ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামকে জানান।

এদিকে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার রাউজান থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সবার উপস্থিতিতে চেয়ারম্যান মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার, চালক ও চোলাই মদ পুলিশের কাছে সোর্পদ করেন ।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি থানা হেফাজতে রয়েছে। চালক মোরশেদ আলমসহ মদ ব্যবসায়ীর বিরুদ্বে মাদক আইনে মামলা করা হয়েছে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!