প্রবল বর্ষণে পাকিস্তানে ঝরল ২৫ প্রাণ

পাকিস্তানে প্রবল বর্ষণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এই প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া বৈদ্যুতিক ট্রান্সমিশন টাওয়ারে গাছ ভেঙে পড়ে আরও ১৪৫ জন আহত হয়েছেন।

পাকিস্তানের সিনিয়র উদ্ধার কর্মকর্তা খাতের আহমেদ জানিয়েছেন, শনিবার (১০ জুন) খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। খবর আল জাজিরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার ঝড়ের কারণে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি কর্তৃপক্ষকে ত্রাণ কার্যক্রমের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

এদিকে আরব সাগর থেকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। স্থানীয় কর্মকর্তাদের জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, ঘণ্টায় ১৫০ কিলোমিটার (ঘণ্টায় ৯৩ মাইল) বেগে বাতাসের গতিবেগসহ তীব্র ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!