বাঁচানো গেল না নগর পুলিশের এসআই মোস্তাফিজুরকে

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আকবরশাহ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান (৫৪) মারা গেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোস্তাফিজুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকায়। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

আরও পড়ুন: চট্টগ্রাম নগর পুলিশের দুই এসআইয়ের বিরুদ্ধে বিচারকের মামলা, পরোয়ানা

জানা যায়, রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। হালিশহর বড়পোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে রাস্তার পাশের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে মাথায়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতে মাথায় অস্ত্রোপাচার করা হয়। অস্ত্রোপাচার শেষে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর আলোকিত চট্টগ্রামকে বলেন, মোস্তাফিজুর রহমানের মরদেহ চমেক হাসপাতাল থেকে আকবরশাহ থানায় নিয়ে আসা হয়েছে। প্রথম জানাজার নামাজ শেষে মরদেহ তার গ্রামের বাড়ি ময়মনসিংহে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় এবং সংশ্লিষ্ট থানা ও নগর পুলিশের কর্মকর্তারা।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!