পাহাড় ও গাছ কেটে ইটভাটা, মালিককে শাস্তি

বান্দরবানের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ইটভাটা মালিক সাবেক চেয়ারম্যান মো. উল্লাহ আজম খানকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে গজালিয়া- আজিজ নগর সড়কে এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফখর উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক নুর উদ্দিন।

আরও পড়ুন : শূন্য হচ্ছে ফটিকছড়ির বন, জ্বলছে রাউজান-রাঙ্গুনিয়ার ইটভাটায়

জানা গেছে, আজ সকালে এসবিএম নামের একটি অবৈধ ইটভাটার চুল্লি ভেঙে ফেলা হয়। এছাড়া ইটভাটার আশপাশে গাছের ডিপো ও পাহাড় কাটার দায়ে ইটভাটার মালিককে ২১ লাখ টাকা জরিমানাও করা হয়।

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটার মালিক আজম খানকে ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে ইটভাটা এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ ও বিশাল পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। এ অভিযান অব্যাহত আছে।

ইএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!