মধ্যরাতে পাচার করছিল তক্ষক, বিজিবির হাতে ধরা ৪ পাচারকারী

মিরসরাইয়ে এক তক্ষকসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলোদেশ (বিজিবি)।

সোমবার (১৭ এপ্রিল) রাত ১২টায় করেরহাট ইউনিয়নের হেঁয়াকো এলাকার চেকপোস্টে তাদের আটক করে রামগড় বিজিবি-৪৩।

আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার মোকছেদপুর এলাকার হামিদুল শেখের ছেলে ইসমাইল হোসেন (৩৮), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার মৃত সুরেশের ছেলে স্বপন মণ্ডল (৫০), একই এলাকার মৃত হরিপদ মণ্ডলের ছেলে কুমার মণ্ডল (৬০) ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকার মৃত বলরাম মণ্ডলের ছেলে রাজু মণ্ডল (৩৭)।

আরও পড়ুন: তক্ষক নিয়ে অপেক্ষা গিরিছায়া রেস্টুরেন্টের সামনে, পালাতে গিয়ে ধরা ২ জন

এ বিষয়ে হেঁয়াকো কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার শহিদুল ইসলাম বলেন, পাচারের সময় একটি তক্ষকসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরে আটকদের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

যোগাযোগ করা হলে করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, বিজিবির হাতে তক্ষকসহ আটক ৪ জনকে হস্তান্তরের তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে তাদের আদালতে এবং তক্ষকটি বনে অবমুক্ত করা হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!