চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন গোডাউনের খোঁজ, কাঁধে উঠল দণ্ড

নগরে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১ হাজার ৭০০ কেজি পলিথিন জব্দ ও দুটি গোডাউনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকালে চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় এ অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

আরও পড়ুন : চট্টগ্রামে আড়াই টন পলিথিন ফেলে পালিয়ে গেল ব্যবসায়ীরা!

জানা যায়, অভিযানে চাক্তাই-খাতুনগঞ্জ এলাকার ওসমানিয়া গলির নামহীন একটি গোডাউন এবং রহমান অ্যান্ড ব্রাদার্স নামে একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ১ হাজার ৭০০ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসব পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, উৎপাদন নিষিদ্ধ পলিথিন অবৈধভাবে মজুদ করায় চাক্তাই-খাতুনগঞ্জ এলাকার ওসমানিয়া গলির নামহীন একটি গোডাউন এবং রহমান অ্যান্ড ব্রাদার্সসহ দুটি গোডাউনকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ টাকা জরিমানা এবং ১৭০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!