পতেঙ্গায় ৫০ হাজার ইয়াবা নিয়ে ধরা পড়া যুবকের ১৪ বছরের জেল

পতেঙ্গায় ৫০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় মো. জালাল মিয়াকে (৪৩) ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. জালাল মিয়া রাজধানী ঢাকার ডেমরা থানার শুকসী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

আরও পড়ুন: এবার ৮ রোহিঙ্গার যাবজ্জীবন দণ্ড, ইয়াবা পাচার মামলায়

এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, নগরের পতেঙ্গা থানায় মাদক উদ্ধার মামলার একমাত্র আসামি মো. জালাল মিয়াকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বেঞ্চ সহকারী আরও বলেন, রায় ঘোষণার সময় উপস্থিত আসামিকে সাজা ঘোষণার পর কারাগারে পাঠান আদালত।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৪ আগস্ট রাতে নগরের পতেঙ্গা থানার সি-বিচ রোড থেকে জালাল মিয়া র‌্যাবের হাতে আটক হন। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।

পরে এ ঘটনায় র‌্যাবের তৎকালীন ডিএডি মো. এনামুল হক বাদী হয়ে পতেঙ্গা থানায় মাদক আইনে মামলা করেন।

এরপর ২০১৭ সালের ৯ নভেম্বর পতেঙ্গা থানার এসআই রেজাউল করিম চৌধুরী মামলা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। ৮ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত আজ রায় দেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!