হাতে থাকে ওয়াকিটকি, ঘুরেন মোটরসাইকেলে—নৌবাহিনীর বড় অফিসার তিনি

নৌবাহিনীর বড় অফিসার তিনি। সবসময় হাতে রাখেন ওয়াকিটকি। মোটরসাইকেলে ঘুরে বেড়ান ‘নৌবাহিনী’ লেখা স্টিকার লাগিয়ে।

তবে তিনি নৌবাহনীর কোনো অফিসারই নন! এই পরিচয়ে তিনি মানুষের সঙ্গে করেন প্রতারণা। কিন্তু শেষ পর্যন্ত গোয়েন্দা জালে ধরা পড়েছে সেই প্রতারক।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) নগরের রেলস্টেশন এলাকা থেকে প্রতারক মো. রিয়াজ মাহমুদ আকাশ (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) পুলিশ ।

আরও পড়ুন: চট্টগ্রামে ২ মসজিদে বোমা হামলায় নৌবাহিনীর সাবেক সদস্যসহ ৫ জনের মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

তিনি বলেন, কোতোয়ালী থানার রেলস্টেশন এলাকায় ওয়াকিটকিসহ মো. রিয়াজ মাহমুদ আকাশ নামের এক ভুয়া নৌবাহিনীর অফিসারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে সশস্ত্র বাহিনীর মনোগ্রাম, নৌবাহিনীর স্টিকার সম্বলিত চাবিসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার যুবক নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয়ে অনেকের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। রিয়াজ নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে একটি হোটেলে রুম নিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!