রাত হলেই রাউজান নিয়ন্ত্রণে নেয় ডাকাতরা, পুলিশ ফাঁড়ির সামনেই বেঁধে লুটপাট

রাউজান চিকদাইর পুলিশ ফাঁড়ির ৫০০ গজ দূরে ডাবুয়ার জগন্নাথ হাট প্রকাশ বাইন্যার হাটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল এলাকার নৈশ প্রহরী ও টেইলার্সের এক কর্মচারীসহ তিনজনের হাত, পা ও মুখ বেঁধে ৫টি দোকানের টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার (৬ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে এলাকার লোকজন ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।

স্থানীয় মেম্বার মিটু শীল বলেন, বাজারের ব্যবসায়ীদের ফোন পেয়ে ছুটে যায়। পরে এলাকার লোকজনের ধাওয়া খেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

আরও পড়ুন: র‌্যাব দেখেই গুলি চালাল ডাকাতরা, নিহত ২

এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার মো. আলী চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতেরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহকর্তাকে বেঁধে নগদ ৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণালংকার লুট নিয়ে যায়। এ ঘটনার পরদিন শনিবার রাতে বাইন্যাহাট বাজারে ডাকাতদল হানা দেয়।

এদিকে ডাকাতির ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আদালতে আছেন জানিয়ে কল কেটে দেন। পরে বিকেলে আবারো ফোন করা হলে তিনি রিসিভ করেননি ।

যোগাযোগ করা হলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন আলোকিত চট্টগ্রামকে বলেন, বাইন্যার হাটে ডাকাতির ঘটনা কেউ জানায়নি।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!