ঈদের আগেই সংবাদপত্রের ক্রোড়পত্রের বিল পরিশোধের নির্দেশ তথ্যমন্ত্রীর

ঈদের আগেই সংবাদপত্রের ক্রোড়পত্রের বিল ডিএফপির মাধ্যমে পরিশোধের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে তিনি বকেয়া বিল পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছাড় করতে অর্থ সচিবকে অনুরোধ জানান।

রোববার (১৭ এপ্রিল) বাংলাদেশ সম্পাদক ফোরামের প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তথ্যমন্ত্রী এ নির্দেশনা দেন।

আরও পড়ুন: ভুল তথ্যের রিপোর্ট—মানবাধিকারে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ, বললেন তথ্যমন্ত্রী

এ সময় তথ্যমন্ত্রী বলেন, সংবাদপত্রের ক্রোড়পত্রের বিল যাতে ঈদের আগেই পাওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া তিনি নিউজপ্রিন্টের দামের ঊর্ধ্বগতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সম্পাদক ফোরামের নেতাদের।

এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার, নির্বাহী সদস্য রিমন মাহফুজ ও মফিজুর রহমান খান বাবু।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!