নিয়োগে অনিয়ম—প্রকল্পে দুর্নীতি, চট্টগ্রাম ওয়াসায় হঠাৎ দুদক

চট্টগ্রাম ওয়াসার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় বেশকিছু নথি সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দুদকের উপপরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।

আরও পড়ুন : চট্টগ্রামে দুদকের জালে কোটিপতি পুলিশ কর্মকর্তা

জানা যায়, নিয়োগে অনিয়ম এবং বিভিন্ন প্রকল্পের আর্থিক দুর্নীতির তদন্তে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে দুদকের উপপরিচালক ফখরুল ইসলাম আলোকিত চট্টগ্রামকে বলেন, ওয়াসার পাম্প অপারেটর নিয়োগসহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগের তদন্তে চট্টগ্রাম ওয়াসায় গিয়েছি। সেখান থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!