মুহুরী প্রজেক্টে দিনভর অভিযানে ধরা পড়ল চিংড়ি পোনার জাল

মিরসরাইয়ে চিংড়ি পোনা আহরণে ব্যবহৃত জাল ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার (১৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মুহুরী প্রজেক্ট স্লুইসগেট এলাকার ফেনী নদীতে অভিযান চালান সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ।

আরও পড়ুন: সীতাকুণ্ডে লাখো গলদা চিংড়ি পোনা জব্দ, পশু খাদ্য ভাণ্ডারের মালিককে জরিমানা

জানা যায়, অভিযানে ৮২টি মশারির ঠেলা জাল, ৭৬ টি ড্রাম, ১৭টি পাতিল, ৫৭টি বালতি ও ৫১টি বোল জব্দ করা হয়।

যোগাযোগ করা হলে সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, মুহুরী প্রজেক্ট এলাকা থেকে বিপুল পরিমাণ চিংড়ি পোনা আহরণের জাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অন্যান্য সরঞ্জাম জব্দ তালিকাসহ নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।

অভিযানে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা সহায়তা করেন।

আজিজ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!