সহস্র ইয়াবা নিয়ে হোটেল ডিলাইটের সামনে ধরা পড়া ২ যুবকের জেল

নগরে মাদক মামলায় দুআসামিকে ৫ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (১৯ জুন) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রিপন প্রকাশ লুৎফুর রহমান (২৫) ও জয়নাল (২৬)। বর্তমানে তারা জামিন নিয়ে পলাতক।

আরও পড়ুন : চট্টগ্রামে ফ্ল্যাটে ইয়াবার বাণিজ্য করা ২ যুবককে একদশক জেলে থাকতে হবে

বিষয়টি নিশ্চিত করে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী আলোকিত চট্টগ্রামকে বলেন, সদরঘাট থানা এলাকা থেকে এক হাজার ইয়াবা উদ্ধার মামলায় রিপন প্রকাশ লুৎফুর রহমান ও জয়নালকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৯ জানুয়ারি নগরের সদরঘাট থানার হোটেল ডিলাইটের সামনে থেকে দণ্ডপ্রাপ্ত দুআসমিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল বন্দর সার্কেল। এসময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর সার্কেলের তৎকালীন সহকারী উপপরিদর্শক তুন্টমনি চাকমা বাদী হয়ে মাদক আইনে মামলা করেন সদরঘাট থানায়। বিচারিক পক্রিয়া শেষে আজ মামলার রায় দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ৫ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!