৭৬ বান্ডেল জাল টাকা তৈরির কাগজসহ ধরা খেল রোহিঙ্গা

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ আবু তাহের নামের (৬৫) এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা।

শনিবার (১৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ৮/ই ব্লকের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৬ বান্ডেল জাল টাকা তৈরির কাগজ ও এক কোটা জাল টাকা তৈরির রঙ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ‘বাংলাদেশি’ সেজে চট্টগ্রামে বাসায় বসে ইয়াবার বড় বাণিজ্যে রোহিঙ্গা

আটক আবু তাহের ২ নম্বর ক্যাম্পের ৮/ই ব্লকের মৃত লালের ছেলে।

এ বিষয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ৮/ই ব্লকের নিজ বসতঘর থেকে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আবু তাহের নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাকে উখিয়া থানায় পাঠানো হয়েছে।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!