ধরা খেল আগ্রাবাদ জামান’স রেস্টুরেন্ট, কাঁধে উঠল দণ্ড

নগরের আগ্রাবাদ এলাকার জামান’স রেস্টুরেন্টের রান্নাঘরে নোংরা পরিবেশ, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা এবং কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় ১ লাখ ৩০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

একই অভিযানে নগরের নাসিরাবাদ শিল্প এলাকায় রাস্তায় অবৈধভাবে ট্রাক পার্কিং করায় ট্রাক মালিকের বিরুদ্ধে মামলাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: এবার ধরা খেল বাটালি রোডের অভিজাত ‘রয়েল বাংলা সুইটস’

এছাড়া একইদিন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে অপর এক অভিযানে নগরের আগ্রাবাদ বাদামতলী মোড় হতে কমার্স কলেজ সড়কের উভয় পাশের রাস্তা ও ফুটপাতের অবৈধ বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়।

একই অভিযানে শেখ মুজিব রোডের দেওয়ানহাট মোড় থেকে বাদামতলী মোড় পর্যন্ত রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!