চট্টগ্রামের ৮ জনসহ দেশের ৪৭ ইউএনও বদলি

চট্টগ্রামের ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) দেশের ৪৭ জন ইউএনও বদলি হচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ওই ৪৭ জন ইউএনওকে বদলির প্রস্তাবে নির্বাচন কমিশন (ইসি) সম্মতি দিয়েছে। আজ (৪ ডিসেম্বর) ইসি এই প্রস্তাবে সম্মতি দেয় বলে জানা গেছে।

জানা যায়, প্রথম পর্যায়ে চট্টগ্রাম বিভাগের ৮ জন, ঢাকা বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জন, খুলনা বিভাগের ৪ জন, ময়মনসিংহ বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৬ জন এবং রংপুর বিভাগের ২ জন ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসি। সবমিলিয়ে আড়াইশ ইউএনওকে বদলি করা হতে পারে।

নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব ইউএনওকে পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে গত ৩০ নভেম্বর চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে তাঁদের অন্য জেলায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠানো প্রয়োজন। ইউএনওদের পাশাপাশি সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশ দিয়েছে ইসি।

প্রসঙ্গত, জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তফসিল ঘোষণার পর বিভাগীয় কমিশনার থেকে নিচের পদগুলোতে ইসির সঙ্গে আলোচনা ছাড়া বদলি করা যায় না।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!