‘দুসংবাদ’—এবারের আইপিএলে দেখা যাবে না সাকিবকে

আইপিএল নিলামে শেষ পর্যন্ত সাকিবকে কিনল না কোনো দল। আজ (রোববার) নিলামের দ্বিতীয় দফা নিলামেও দল পায়নি সাকিব। তাই আইপিএলের ১৫তম আসরে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের তারকা এই অলরাউন্ডারের।

২০১১ সালে প্রথম আইপিএলে খেলেছিলেন সাকিব, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে। ২০১২ সালে টানা দ্বিতীয় মৌসুম খেলার পর ২০১৩ সালে তিনি চোটের কারণে খেলতে পারেননি একটি ম্যাচও। তবে কেকেআরের স্কোয়াডে ছিলেন। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত চার মৌসুম খেলার পর কেকেআর তাঁকে ছেড়ে দেয়।

আরও পড়ুন: আইপিএল : সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব—মুস্তাফিজ, নিলামে নেই বড় তারকারাও!

২০১৮ ও ২০১৯ সালে তিনি খেলেন সানরাইজার্স হায়দরাবাদে। কেবল নিষিদ্ধ থাকার কারণে ২০২০ সালে আইপিএলে ছিলেন না বাংলাদেশের অলরাউন্ডার। ২০২১ সালে কলকাতায় আবারও ফেরেন তিনি। এবার নিলামেই কেউ কিনল না তাঁকে।

২০১১ সাল থেকে এখন পর্যন্ত আইপিএলে ৭১টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে রান করেছেন ৭৯৩। বল হাতে উইকেট ৬৩টি। আইপিএলে কলকাতার হয়ে ২০১২ ও ২০১৪ সালে শিরোপা জিতেছে সাকিবের দল। হায়দরাবাদের হয়ে একবার হয়েছেন রানার্সআপ (২০১৮)।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!