ঘরে টানাপোড়েনেও দিনরাত জুয়া খেলায় মগ্ন চট্টগ্রামের ২৪ জুয়াড়ি

পরিবারে টানাপোড়েন থাকার পরও চট্টগ্রাম শহরের বাকলিয়ার মিয়াখান নগর এসে প্রতিদিন জুয়া খেলত তারা। জুয়া খেলতে গিয়ে পারিবারিক অশান্তি লেগে থাকা এমন ২৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসব জুয়াড়িরা দিনরাত জুয়া খেলতে খেলতে নানা অপরাধেও জড়িয়ে পড়তো বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার সময় ওই এলাকার সাবান ফ্যাক্টরির পিছনে জাফর হাজীর কলোনিতে অভিযান চালায় বাকলিয়া থানা পুলিশ। এ সময় কলোনির ৩ নম্বর রুম থেকে নগদ ১৭ হাজার ৩৩০ টাকা ও জুয়া খেলার কার্ডসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন : বাকলিয়ায় ‘মিনি বেবী লটারির’ আড়ালে মাদক—জুয়ার বড় বাণিজ্য

আটকরা হলেন- মো. রবিউল হাসান ওরফে পাখি (৩৮), মো. ইব্রাহিম (২২), মো. জাবেদ (২১), মো. শাহ আলম (৫২), মো. আনোয়ার হোসেন ওরফে জামাল (৩২), মো. শাকিল (২০), মো. জাহাঙ্গীর (২৩), মো. বাদশা প্রকাশ বাসানী (৩৪), মো. জাহাঙ্গীর (৩০), মো. শরীফ (২৫), মো. ইমন (২২), মো. জুয়েল (২১), মো. খোকন মিয়া (৪৮), মো. আরিফ (২০), মো. ফারুক (৩৩), মো. সাগর (২২), মো. আবু (২১), মো. ওসমান (২১), মো. কামাল (৪৭), মো. বাকের (৩৮), মো. জাবেদ (৩০), মো. রুবেল (২৬), মো. ফাহাদ (২৬) ও মো. টিপু সুলতান (২০)।

বাকলিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মিয়াখান নগরের সাবান ফ্যাক্টরির পেছনে জাফর হাজীর কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় ১৭ হাজার ৩৩০ টাকা এবং খেলার কার্ডসহ ২৪ জুয়াড়িকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!