দাউ দাউ জ্বলছে তুলার গুদাম, ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে নেই আগুন

৮ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডে তুলার গোডাউনে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণের হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সদস্যদের। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোট কুমিরার হিঙ্গিরীপাড়া এলাকায় এসএল গ্রুপের প্রতিষ্ঠাতা লোকমানের মালিকানাধীন তুলার গোডাউনে এ ঘটনা ঘটে।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল আলোকিত চট্টগ্রামকে বলেন, আগুন নিয়ন্ত্রণ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ কষ্টকর হয়ে পড়েছে। তবুও আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

আরও পড়ুন:  সীতাকুণ্ডে আবার আগুন, এবার তুলার গুদামে

সিনিয়র স্টেশন অফিসার আরও বলেন, সীতাকুণ্ড, কুমিরা, আগ্রাবাদ ফায়ার সার্ভিসসহ ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও নিশ্চিত হতে পারনি।

জানা গেছে, এসএল গ্রুপের প্রতিষ্ঠাতা লোকমানের মালিকানাধীন গুদামটি ইউনিটেক্স লিমিটেড কারখানা ভাড়া নেয়। তাদের নিজস্ব সুতা তৈরির কারখানার জন্য সেখানে পর্যাপ্ত পরিমাণ তুলা মজুত করা হয়।

কুমিরা ইউনিয়ন চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, তুলার গুদাম হিসেবে ব্যবহার করা ওই গোডাউনে একসময় সিপি কারখানা ছিল। কারখানাটি বন্ধের পর এসএল স্টিলের মালিক লোকমান হোসেন গুদাম হিসাবে ব্যবহার করেন। তবে কোনো ধরনের অনুমতি নেননি তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এসএল স্টিলের এক কর্মকর্তা বলেন, বর্তমানে গুদামটি ইউনিট্যাক্স স্পিনিং কারখানার কাছে ভাড়ায় রয়েছে। এটি তারাই তুলার গুদাম হিসাবে ব্যবহার করছেন।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!