চট্টগ্রামে করোনা : দক্ষিণে ‘শূন্যের’ রেকর্ড

চট্টগ্রামে করোনায় ‘শূন্যের’ অনন্য এক রেকর্ড হয়েছে। সাত ‘শূন্যের’ এ রেকর্ডটি করেছে দক্ষিণ চট্টগ্রাম। দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলার কোথাও গত ২৪ ঘণ্টায় পাওয়া যায়নি কোনো করোনা রোগী!

দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা— লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী। শনিবার (২ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের তালিকা অনুযায়ী, এসব উপজেলার কোথাও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : দক্ষিণের ৪ গুণ বেশি রোগী উত্তরে

তবে উত্তরের সাত উপজেলায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৭ করোনা রোগী। এর মধ্যে রাঙ্গুনিয়ায় ২ জন, রাউজানে ৩ জন, হাটহাজারীতে ৯ জন এবং সীতাকুণ্ডে ৩ জন করোনা পজিটিভ হন।

এদিকে উত্তর চট্টগ্রামের অন্য তিন উপজেলায়ও এদিন কোনো করোনা রোগী পাওয়া যায়নি। শূন্য শনাক্তের এ তিন উপজেলা হলো— ফটিকছড়ি, মিরসরাই ও সন্দ্বীপ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!