২১ পরোয়ানা কাঁধে নিয়ে ঢাকায় লুকিয়ে ছিল চট্টলা বোরিংয়ের মালিক

নগরের ডবলমুরিং থানার ২১টি চেকের মামলার পরোয়ানাভুক্ত আসামি তোফাজ্জল হোসেনকে (৬২) ঢাকা থেকে প্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ডিএমপির রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তোফাজ্জল হোসেন শেরপুর সদরের চরখার চর এলাকার মণ্ডল বাড়ীর মো. সুরুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, তোফাজ্জল হোসেন একসময় নগরের হালিশহর রামপুরা আবাসিক এলাকায় থাকতেন। তখন ডবলমুরিং থানার আগ্রাবাদে জীবন বীমা ভবনে মেসার্স চট্টলা বোরিং নামে তার একটি প্রতিষ্ঠান ছিল। সেসময় বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়ে চেক দেন তিনি। এসব চেক ডিজঅনার মামলায় পরোয়াভুক্ত আসামি তোফাজ্জল হোসেন।

আরও পড়ুন: আনোয়ারায় খুন করে ‘রঘু’ লুকিয়ে ছিল কোতোয়ালিতে

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা রামপুরায় অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এনইউএস/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!