চট্টগ্রামে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে গেল সোনার বাংলার ৬ বগি

চট্টগ্রামে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে সোনার বাংলা এক্সেপ্রেসের ছয়টি বগি উল্টে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে ফেনী ও লাকসাম স্টেশনের মধ্যবর্তী নাঙ্গলকোট হাসানপুর স্টেশনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত সোনার বাংলার এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

আরও পড়ুন: হঠাৎ লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, ফৌজদারহাটে বিচ্ছিন্ন ২ বগি

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম স্টেশন মাস্টার জাফর আলম। তিনি আলোকিত চট্টগ্রাম বলেন, সোনার বাংলা ট্রেনের ছয় বগি লাইনচ্যুত হওয়ার খবর শুনেছি। তবে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানতে পারিনি।

এদিকে রেলের পূর্বাঞ্চল কন্ট্রোল সূত্র জানায়, আজ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস মালবাহী একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে ছয়টি বগি উল্টে যায়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!