আন্দরকিল্লায় ৭০ হাজার টাকা ছিনিয়ে পালের গোদা লুকিয়ে ছিল কদমতলীতে

নগরে মো. জাবেদুল ইসলাম জাহেদ (২৭) নামে এক ছিনতাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ছিনতাই করা ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৭ মে) বিকেলে কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার জাহেদ ছিনতাইকারী দলের প্রধান।

আরও পড়ুন: পতেঙ্গা থানার পুলিশ পরিচয়ে টাকা ছিনিয়ে নেয় ওরা

যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আলোকিত চট্টগ্রামকে বলেন, গত ১৫ মে সন্ধ্যায় আন্দরকিল্লা মোড়ে মহিউদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে তিন ছিনতাইকারী ৭০ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী মহিউদ্দিন থানায় মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের চিহ্নিত করে কদমতলী এলাকা থেকে ছিনতাইকারী দলের প্রধান জাবেদুল ইসলাম জাহেদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই করা ৭০ হাজার টাকা মধ্যে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!