টর্চের আলো—বাঁশির শব্দ শুনে ইয়াবার বস্তা ফেলে পালাল পাচারকারীরা

টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (২ মার্চ) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

আরও পড়ুন : চট্টগ্রামে ইয়াবার বড় চালান নিয়ে ধরা পড়া ২ যুবকের যাবজ্জীবন জেল

তিনি বলেন, শুক্রবার রাত সোয়া ২টার দিকে মিয়ানমার থেকে মাদকের চালান টেকনাফ থানার শাহপরীর দ্বীপ হয়ে আসছিল। এসময় শাহপরী দ্বীপের পশ্চিমপাড়া বেড়িবাঁধের পাশের ঝাউবনে দুজনকে দেখে টর্চলাইট ও বাঁশি দিয়ে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া এ বস্তা থেকে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!