চট্টগ্রাম চিড়িয়াখানা—জয়ার ঘরে দুই নতুন অতিথি

চট্টগ্রাম চিড়িয়াখানায় আবার এসেছে নতুন অতিথি। বাঘিনী জয়ার ঘরে জন্ম হয়েছে দুই বাঘিনী শাবকের। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা হলো এক ডজন! যার মধ্যে দুটি বাঘ, বাকি ১০টি বাঘিনী।

গত ১৯ সেপ্টেম্বর জয়া নামের বাঘিনী শাবক দুটির জন্ম দেয় বলে জানান চিড়িয়াখানার কিউরেটের ডা. শাহাদাত হোসেন শুভ।

শাহাদাত জানান, এর আগে ২০২০ সালের ১৪ নভেম্বরে জয়া জো বাইডেন নামে বাঘ শাবকের জন্ম দেয়। এটি ছিল তার প্রথম সন্তান। জো বাইডেনের প্রতি বিমাতাসুলভ আচরণ করায় সেটিকে চিড়িয়াখানার তত্ত্বাবধানে লালন পালন করা হয়।

আরও পড়ুন: বিরল রঙের বাঘের ঘরে ‘নতুন অতিথি’—চিড়িয়াখানায় খুশি

২০১৬ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ১১ ও ৯ মাস বয়েসী একটি বাঘ ও বাঘিনী আনা হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়। সেগুলোর নাম দেওয়া হয়েছিল রাজ ও পরী। ২০১৮ সালের ১৯ জুলাই তাদের তিনটি সন্তানের জন্ম হয়। এর মধ্যে একটি ২০ জুলাই মারা যায়। বেঁচে থাকা দুটির মধ্যে একটি কমলা-কালো ডোরাকাটা, অন্যটি সাদা-কালো।

সাদা-কালো ডোরাকাটা বাঘটির নাম দেওয়া হয়ল ‘শুভ্রা’। আর কমলা-কালো ডোরাকাটা বাঘটির নাম দেওয়া হয় ‘জয়া’। শুভ্রাই দেশের প্রথম সাদা বাঘ।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!