মাথায় আঘাত পাওয়া সীতাকুণ্ডের সেই জাহাজভাঙা শ্রমিক বাঁচল না

সীতাকুণ্ডে মো. ফারুক (৪১) নামের এক শিপইয়ার্ড কারখানা শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফারুক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া এলাকার মৃত মো. শফিউল্লাহর ছেলে। তিনি এইচএম শিপিং লাইন্স লিমিটেড নামের জাহাজভাঙা ইয়ার্ডের শ্রমিক।

আরও পড়ুন: সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে হঠাৎ বিস্ফোরণ, আগুনে পুড়ল ৪ শ্রমিক

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার এসআই টিবলু মজুমদার।

জানা গেছে, গত ১১ জুন দুপুরে কারখানায় কাজ করার সময় ফারুকের মাথার ওপর হঠাৎ লোহার প্লেট পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসক তাকে আইসিইউতে স্থানান্তর করতে বলেন। চমেক হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে নগরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার) সকালে তিনি মারা যান ।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার এসআই টিবলু মজুমদার আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!