জামিন পেলেন এমপি মহিউদ্দিন বাচ্চু

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনেরর অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় জামিন পেলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত এ আদেশ দেন।

এর আগে শুনানিতে হাজির না হওয়ায় গত ১৫ ফেব্রুয়ারি একই আদালত মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন : চট্টগ্রামে ইমামদের টাকা দিয়ে মামলা খেলেন সাংসদ মহিউদ্দিন বাচ্চু

মহিউদ্দিন বাচ্চুর আইনজীবী মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বলেন, মহিউদ্দিন বাচ্চু আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

জানা যায়, নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করে নিজ এলাকার মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণ করেন মহিউদ্দিন বাচ্চু। এ নিয়ে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম। পরে নির্বাচনী অনুসন্ধান কমিটি মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণের সত্যতা পায়। এ নিয়ে নির্বাচন কমিশন মামলা করার নির্দেশ দেয়।

এরপর গত ১৬ জানুয়ারি নগরের ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মু. মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি করেছিলেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!