চট্টগ্রামে ২০ বছরের তরুণকে নিয়ে মোবাইল ছিনিয়ে নেন তারেক জিয়া

ডাক্তার দেখাতে আসা বৃদ্ধার মোবাইল ছিনতাইয়ের এক ঘন্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটকরা হলেন— লক্ষীপুর জেলার ১৯ নং তেহারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উবুতি নুরু মুন্সি বাড়ির মো. রফিকের ছেলে মো. জাহেদ (২০) এবং চন্দনাইশ থানার দোহাজারী সাতবাড়িয়ার পূর্ব হাছনদন্ডি নাছির মাস্টার বাড়ির মো. হারুন অর রশিদের ছেলে তারেক প্রকাশ তারেক জিয়া (২২)। তারা বর্তমানে বায়েজিদ থানার অন্ধ কলোনী দিদারের ভাড়া ঘরে থাকেন।

পুলিশ সূত্র জানায়, আজ সকাল ১০টায় জোহরা বেগম (৬০) তার অসুস্থ বোন রাবেয়া বেগমকে (৬৫) ডাক্তার দেখানোর জন্য গ্রামের বাড়ি থেকে নগরের বায়েজিদ বোস্তামী থানার কালারপুর এলাকায় আসেন৷ ডাক্তার দেখোনোর পর বাড়ি ফেরার পথে বেলা ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় বাস স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দুই ছিনতাইকারী ছুরি ধরে মোবাইল সেট ছিনিয়ে নেন।

এদিকে অভিযোগ পেয়ে বায়েজিদ থানা পুলিশ অভিযান চালিয়ে করে এক ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে আটক করে। এরপর তাদের বিরুদ্ধে  মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!