আবারও চেনা রূপে ফিরল চট্টগ্রাম

করোনা মহামারীর কারণে গেল দুটি রোজার ঈদে চট্টগ্রামে আনন্দের সবকিছুতেই ভাটা। ছিল না অনাবিল আনন্দের আবহ আর খুশির জোয়ার।

করোনার সংক্রমণ কমে যাওয়ায় এবার উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

আরও পড়ুন: নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া—চট্টগ্রামে যখন যেভাবে হলো ঈদ জামাত

এবার ঈদের নামাজ শেষে দেখা গেছে চিরচেনা দৃশ্য কোলাকুলি-করমর্দন। এসময় মুসল্লিরা নির্ভয়ে একে অপরের সঙ্গে কোলাকুলি ও করমর্দন করেন।

মঙ্গলবার (৩মে) সকালে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদ জামাত শেষে দেখা গেছে এমন চিত্র।

ঈদ জামাতে চট্টগ্রামের শীর্ষ রাজনৈতিক নেতারা অংশ নেন। তাঁরা পাশাপাশি বসে আদায় করেছেন নামাজ। শেষে একে অপরের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে ঈদের খুশিতে সুর মিলিয়েছে করোনাও

ঈদ জামাতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ, চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!