চাঁদ দেখা গেছে—কাল থেকে রোজা

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে রোজা। আজ (সোমবার) রাতে এশার নামাজের পর থেকে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে খাবেন সাহরি।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখতে পান মুসল্লিরা। এসময় বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকে জানানো হয় চাঁদ দেখার খবর।

আরও পড়ুন : জাগতিক ও আধ্যাত্মিক জীবনের মধ্যে ভারসাম্য তৈরি করে রোজা : ড. পারভেজ

এদিকে আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!