চসিক কাউন্সিলরের ঘরে লাশ—পুত্রবধূ পরপারে, ছেলে কারাগারে

নগরে কাউন্সিলরের পুত্রবধু রেহেনুমা ফেরদৌস মিতুল নিহতের ঘটনায় স্বামী নওশাদুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ

রোববার (৩ জুলাই) সকালে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আলোকিত চট্টগ্রামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার তদন্তের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১২নং ওয়ার্ড সরাইপাড়া এলাকার কাউন্সিলর নুরুল আমিন কালুর পুত্রবধু নিহতের ঘটনায় তার ছেলে নওশাদুল আমিনকে গতকাল (শনিবার) গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি আত্মহত্যার প্ররোচনার কথা স্বীকার করেছেন। তার সাক্ষ্যমতে আত্মহত্যার প্ররোচনায় জড়িত থাকায় তাকে ৩০৬ ধারায় মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চসিক কাউন্সিলর পুত্রবধূর লাশ ঘিরে ‘রহস্য’—পরিবার বলছে, হত্যাকে আত্মহত্যার ‘সাজানো গল্প’

উল্লেখ্য, গত ২ জুলাই সকালে চসিক ১২নং ওয়ার্ড সরাইপাড়া এলাকার কাউন্সিলর নুরুল আমিন কালুর পুত্রবধু রেহেনুমা ফেরদৌস মিতুল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে শ্বশুরপক্ষ এটি আত্মহত্যা বললে মিতুলের পরিবারের দাবি এটি পরিকল্পিত খুন।

আরএন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!