চবির ভর্তি পরীক্ষায় সর্বাধিক আবেদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় অন্যান্যবারের চেয়ে বেশি আবেদন জমা পড়েছে। সবমিলিয়ে আসন্ন ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৭৯২ জন।

শুক্রবার (৭ মে) মধ্যরাতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়।

এদিকে আবেদনকারীদের মধ্যে ১৪ হাজার শিক্ষার্থী এখনও ফি জমা দেননি। তবে ১১ মে রাত ১২টা পর্যন্ত তারা আবেদন ফি জমা দিতে পারবেন।

গত ১২ এপ্রিল থেকে শুরু হয় ভর্তির আবেদন। বিশ্ববিদ্যালয়ে ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটে মোট আসন ৪ হাজার ৯২৬টি। তবে অন্যান্যবারের তুলনায় এবার আবেদনকারীর সংখ্যা বেশি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ‘এ’ ইউনিটে ৭০ হাজার ২০৭ জন, ‘বি’ ইউনিটে ৪৫ হাজার ৭৯২ জন, ‘বি-১’ উপ-ইউনিটে ৩ হাজার ৪১৫ জন, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ২৭১ জন, ‘ডি’ ইউনিটে ৫৭ হাজার ৮৯ জন এবং ‘ডি-১’ উপ-ইউনিটে ৫ হাজার ১৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!