চট্টগ্রাম থেকে লজ্জাবতী বানরের চালান নিয়ে ঢাকা যাচ্ছিল আতুয়ার

চট্টগ্রাম দুটি লজ্জাবতী বানরসহ মো. আতুয়ার (৫২) নামে এক পাচারকারীকে আটক করেছে নগর গোয়েন্দা বিভাগ (উত্তর, দক্ষিণ)।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের আকবরশাহ থানার সিটি গেইট এলাকার ফার্নিচার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আতুয়ার বগুড়ার ধুপচাচিয়া থানার ডাঙাপাড়া খালেক চেয়ারম্যান বাড়ির মৃত অছিম উদ্দিনের ছেলে।

এ বিষয়ে নগর গোয়েন্দা (উত্তর, দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার সাদিরা খাতুন বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স এলআইসির দেওয়া তথ্যে সোনার তরী নামের একটি বাসে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ দুটি লজ্জাবতী বানর উদ্ধার করি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ধারায় মামলা করা হয়েছে।

নগর গোয়েন্দা বিভাগের (উত্তর, দক্ষিণ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ সাব্বির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম থেকে এসব লজ্জাবতী বানর সংগ্রহ করে রাজধানীর কাপ্তান বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক আসামি জানান, তিনি বাকলিয়া এলাকার এক ব্যক্তি থেকে এ বানর সংগ্রহ করে রাজধানীতে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!