চট্টগ্রামে হঠাৎ বেড়ে যাওয়া করোনা কমল মুহূর্তেই

চট্টগ্রামে হঠাৎ বেড়ে যাওয়া করোনা কমে গেছে মুহূর্তেই। ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্ত দুই অঙ্ক থেকে নেমেছে এক অঙ্কের ঘরে।

এদিকে উপজেলায় আবারও এসেছে সুখবর। ২৪ ঘণ্টায় শনাক্ত নেই কেউ। শুধু নগরে শনাক্ত হয়েছে ৩ জন। তবে কোথাও নেই আহাজারি।

এদিকে ৭ ল্যাবে ৩৫১ নমুনায় পরীক্ষায় শনাক্ত শূন্য এবং ১৫ উপজেলায়ও অভিন্ন চিত্র।

আরও পড়ুন: চট্টগ্রামে হঠাৎ বেড়েছে করোনা

গত ২৪ ঘণ্টায় নগরে ৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এদিন করোনা আক্রান্ত কেউ মারা যাননি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ।

এর আগে রোববার ৫৪৪ নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছিল ১০ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৪ শতাংশ।

সোমবার (১৪ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১ ল্যাবে ৫৫৩টি নমুনা পরীক্ষা করা হয়।

ইম্পেরিয়াল হাসপাতালে ৬২ নমুনায় ১ জন, শেভরনে ১৫২ নমুনায় ১ জন ও ইপিক হেলথ কেয়ারে ৪৮ নমুনায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : উপজেলায় উধাও, নগরেও নিয়ন্ত্রণে

এদিন ৮ এন্টিজেন পরীক্ষায় শনাক্ত ছিল শূন্য।

এদিকে বিআইটিআইডিতে ১৭৪, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৭, আরটিআরএলে ৪, মেট্রোপলিটন হাসপাতালে ৬০, এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ৫৩ ও এভারকেয়ার হাসপাতালে ৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি।

উপজেলার মধ্যে সাতকানিয়া, বোয়ালখালী, মিরসরাই, হাটহাজারী, ফটিকছড়ি, পটিয়া, লোহাগাড়া, আনোয়ারা, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, চন্দনাইশ, কর্ণফুলী, বাঁশখালী, রাউজান ও সন্দ্বীপ উপজেলায় এদিন কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

নগরে ৯২ হাজার ৭০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২৭ জনসহ চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ২৬ হাজার ৫৯৭ জন। মোট মৃত্যু ১ হাজার ৩৬০। যার ৭৩৪ জন নগর এবং ৬২৬ জন উপজেলার বাসিন্দা।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!