চট্টগ্রামে শ্যামলী বাসে ৫ কোটি টাকার মাদক!

সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকার মূল্যের ১ কেজি মাদক উদ্ধার করা হয়েছে । প্রাথমিক ধারণায় উদ্ধার করা মাদক ক্রিস্টাল মেথ (আইস) বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে ভাটিয়ারী শ্যামলী পরিবহনের বাসে এ অভিযান চালায় বিজিবি।

বিজিবি জানায়, প্রাথমিকভাবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন উদ্ধার করা মাদক ক্রিস্টাল মেথ বলে চিহ্নিত করেন। তবে পরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। ক্রিস্টাল মেথ এক কেজির আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

আরও পড়ুন : সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডের জাহাজ থেকে পড়ে যুবক লাশ

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাস বলেন, মাদক উদ্ধারের ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। উদ্ধার করা মাদক ক্রিস্টাল মেথ (আইস) কিনা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট করলেন শাহেদ মিনহাজ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এসএম আলম খান ও ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমান।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!