করোনা : চট্টগ্রামে শনাক্তে হঠাৎ ঊর্ধ্বগতি

চট্টগ্রামে হঠাৎ বেড়ে গেছে করোনা শনাক্ত। একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে শনাক্তের হারও!

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৯ নমুনায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। শনাক্তের হার ১২.৬২। অথচ এর আগের দিন  ১ হাজার ২৫২ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৭৬ জন। শনাক্তের হার ছিল ৬.০৭ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামের ৮৫ স্পটে ‘করোনার ছোবলে’ যত মৃত্যু—আক্রান্ত

এদিকে করোনায় মৃত্যুর লাগামও টানা যাচ্ছে না। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪ করোনা রোগী মারা গেছেন।। এর আগের দিনও ৫ করোনা রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃত ১ হাজার ২৫৫ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৮ জনের মধ্যে ১০২ জন নগরের এবং ৯৬ জন উপজেলার। সবমিলিয়ে চট্টগ্রামে শনাক্ত ১ লাখ ৩১৯ জন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭ জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে হঠাৎ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, আক্রান্তও লাখো 

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪ জন এবং ল্যাব এইডে ১ জনের করোনা শনাক্ত হয়।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!