চট্টগ্রামে করোনা: মৃত্যু বাড়ছে গ্রামে, নগরে শনাক্ত

চট্টগ্রামে করোনায় গ্রামে বেড়ে গেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নগরে ২ করোনা রোগীর মৃত্যু হলেও গ্রামে হয়েছে ৫ জনের।

আবার করোনা রোগীর ক্ষেত্র গ্রামকে ছাড়িয়ে গেছে নগর। একদিনে গ্রামে যেখানে শনাক্ত ৬৭ জন, নগরে সেই সংখ্যা ১৬৩।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৭৮৩ নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩০ জন। শনাক্তের হার ১৩ শতাংশের নিচে। এদিন মারা গেছেন ৫ করোনা রোগী।

সোমবার (১৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব জানা যায়।

আরও পড়ুন: করোনার টিকা—ইনজেকশন পুশ ছাড়াই কার্যকর শতভাগ!

বিআইটিআইডি ল্যাবে ৯৮৪ নমুনা পরীক্ষায় ৬৬ জন, চমেক ল্যাবে ৩২৫ নমুনা পরীক্ষায় ৭৫ জন, শেভরন ল্যাবে ৯৩ নমুনা পরীক্ষায় ১ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ নমুনা পরীক্ষায় ৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯৮ নমুনা পরীক্ষায় ২৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৫ নমুনা পরীক্ষায় ১১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৭ নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া ১৮টি অ্যান্টিজেন টেস্ট করে ৪ জনের দেহে করোনা পাওয়া গেছে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় ‘ভিন্ন’ চিত্র: এক উপজেলায় শূন্য, অন্যটিতে অর্ধশত

এছাড়া উপজেলার মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৪ জন, আনোয়ারায় ২ জন, চন্দনাইশে ১১জন, পটিয়ায় ৪ জন, বোয়ালখালীতে ২১ জন, রাঙ্গুনিয়ায় ১জন, রাউজানে ১ জন,  ফটিকছড়িতে ১৭ জন, হাটহাজারীতে ২জন, মিরসরাইয়ে ২ জন এবং সন্দ্বীপে ১ জনের দেহে করোনা পাওয়া যায়।

২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ১৬৩ জন নগরের এবং ৬৭ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়াদের মধ্যে ২ জন নগরের এবং ৫ জন উপজেলার বাসিন্দা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!