চট্টগ্রামে মাধ্যমিকের চেয়েও ঘাটতি বেশি প্রাথমিকে, বই উৎসব হারাচ্ছে চিরচেনা রূপ

নতুন বছরে চট্টগ্রামে চিরচেনা সেই বই উৎসব হবে না। কারণ এখনও স্কুলে স্কুলে পৌঁছাইনি সব বই। মাধ্যমিকের চেয়েও প্রাথমিকের বইয়ের ঘাটতি বেশি। তবে সংশ্লিষ্টরা বলছেন, ক্রমান্বয়ে সব বই হাতে পাবেন শিক্ষার্থীরা।

এদিকে নতুন বছরে নগরের সব প্রাথমিক বিদ্যালয়ে একটি হলেও নতুন বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা যায়, চট্টগ্রামের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবার বইয়ের চাহিদা অন্তত ৪৮ লাখ। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন পর্যন্ত মাত্র ২২ শতাংশ বই এসে পৌঁছেছে। তাই যতগুলো বই বিদ্যালয়ে এসে পৌঁছেছে তা দিয়ে পহেলা জানুয়ারি এবারের বই উৎসব হবে।

এনসিটিবির তথ্য বলছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চার কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর জন্য ২০২৩ শিক্ষাবর্ষে ৩৩ কোটি ৯৬ লাখ ৯ হাজার কপি বই ছাপানোর কাজ চলছে। এর মধ্যে প্রাথমিক ও প্রাক-প্রাথমিকে ৯ কোটি ৯২ লাখ ৮৩ হাজার, মাধ্যমিকে ২৩ কোটি ৮২ লাখ ৭০ হাজার ৫৮৮, ইবতেদায়ি শ্রেণিতে দুই কোটি ৫৮ লাখ ৫০ হাজার, দাখিলে চার কোটি এক লাখ ৪৪ হাজার কপি বই ছাপা হচ্ছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষার বই ছাপা হচ্ছে দুই লাখ ১২ হাজার ১৭৭ কপি।

প্রাথমিকের পাশাপাশি নতুন বছরে সব বই হাতে পাবে না মাধ্যমিকের শিক্ষার্থীরাও। তবে চট্টগ্রামে প্রাথমিকের তুলনায় বেশি বই পৌঁছেছে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। নগরের মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও ইবতেদায়ি শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের ৬০ শতাংশ বই ইতোমধ্যে এসে পৌঁছেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং অফিসার নুর মোহাম্মদ আলোকিত চট্টগ্রামকে বলেন, এবার মুদ্রণ শিল্পের সংকটের ফলে বই সময়মতো ছাপানো সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব বই বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য। এখন পর্যন্ত চট্টগ্রামের ২১টি থানার অধীনের সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সব বই পৌঁছেনি। ২২ শতাংশ বই এসেছে প্রাথমিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে৷ বছরের শুরুতে শিক্ষার্থীরা সব বই না পেলেও দ্রুত সব বই পেয়ে যাবে৷ তবে পহেলা জানুয়ারি প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা একটি করে হলেও নতুন বই হাতে পাবে৷

দৃষ্টি আকর্ষণ করা হলে চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী আলোকিত চট্টগ্রামকে বলেন, এবারও আগের মতোই বই উৎসব হবে, তবে এবার বছরের শুরুতেই সব শিক্ষার্থীর সব বই পাবে না। আমরা বই পাঠাচ্ছি। প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নতুন বইয়ের চাহিদা আসছে। চট্টগ্রাম জেলায় এবার মোট বইয়ের চাহিদা আছে ১ কোটি ৫৭ লাখ। গত দুদিনের পরিসংখ্যানের তথ্যানুযায়ী এখন পর্যন্ত ৬০ শতাংশ বই এসেছে। প্রতি মুহূর্তেই বই আসছে।

তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কোনো শিক্ষার্থীর যদি মোট এগারোটা বই থাকে সে হয়তো ৯টা বই হাতে পাবে। এভাবেই নতুন বছরের প্রথম দিনে বই উৎসব হবে৷ তবে ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠানে সব বই পৌঁছে যাবে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!