চট্টগ্রামে ভোটের শুরুতেই ২ কেন্দ্র থেকে বের করে দেওয়া হলো স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১০ আসনে ভোটের শুরুতেই ২ কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদের (কেটলি) পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : দেশজুড়ে ভোটগ্রহণ, শুরুতেই বঙ্গবন্ধুকন্যা

রোববার (৭ জানুয়ারি) রোববার সকাল ৯টার দিকে ইউসেপ মতিঝর্ণা টেকনিক্যাল স্কুলে পরিদর্শনে আসেন ফরিদ মাহমুদ। এ সময় তিনি নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন গবেষণারগার প্রাথমিক বিদ্যালয় থেকে এজেন্ট বের করে দেওয়া অভিযোগ করেন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!