চট্টগ্রামে বিরাশি ঝরনায় নেমে প্রাণ হারাল বিশ্ববিদ্যালয় ছাত্র

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বিরাশি ঝরনায় গোসল করতে নেমে একেএম নাইমুল হাসান শুভ নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) এক ছাত্রের মৃত্যু হয়েছে ।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।

একেএম নাইমুল হাসান নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলী নাথপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি আইআইইউসি’র বিবিএ বিভাগের ডি সেকশন তৃতীয় সেমিস্টারের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন : ঝরনায় ঝরল আরেক প্রাণ, এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

নাইমুলের বন্ধু আজহারুল হক ভূঁইয়া বলেন, আমরা ৪ বন্ধু মিলে বাঁশবাড়িয়া বিরাশি ঝরনা দেখতে যাই। সেখানে সবাই গোসল করতে নামি। কিন্তু পানিতে নেমে নাইমুল হঠাৎ একটি বড় গর্তে পড়ে ডুবে যায়৷ সাঁতার না জানায় সে উঠতে পারেনি। পরে ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিস সদস্যরা এসে ঘণ্টাখানেকের চেষ্টায় তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধার হয়েছে। তিনি অসাবধানতাবশত বড় একটি গর্তে ঢুকে পড়ে। সাঁতার না জানায় সেখান থেকে আর উঠতে পারেনি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!