চট্টগ্রামে বউয়ের সঙ্গে মিলে মায়ের হাড় ভাঙল ছেলে, কেড়ে নিল টাকা

আপন ছেলে ও তার স্ত্রী মিলে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হাড় ভেঙে দিয়েছে। এ ঘটনায় নগরের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জকে (ওসি) মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আদালতে মামলার এজাহার দায়ের করেন মৃত আব্দুল সোবহানের স্ত্রী ও আব্দুল শুক্কুরের মা নূরজাহান বেগম (৭১)।

অভিযুক্তরা হলেন- নগরের কোতোয়ালী থানার ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের ৮২, জে কে আই মাদ্রাসা রোড নুরুল হক কমিশনারের বাড়ির মৃত আব্দুল সোবহানের ছেলে মো. আব্দুল শুক্কুর (৪৫) ও তাঁর স্ত্রী হালিমা খাতুন তানিয়া (৩৭)।

আরও পড়ুন: চট্টগ্রামে ৯৬ সোনার বার এনে যুবককে জেলে থাকতে হবে ১ যুগ

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২০ মে স্বামী আব্দুল সোবহান মারা যাওয়ার পর থেকে ছেলে আব্দুল শুক্কুর ভরণপোষণ বন্ধ করে দেন নূরজাহান বেগমের। সেসময় নিজের বাবার দাফন-কাফনের খরচও দেয়নি ছেলে। এর আগে থেকে মা নূরজাহান বেগমকে নির্যাতন করছিল ছেলে ও তাঁর স্ত্রী। এ ঘটনায় ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর ওয়ার্ড কাউন্সিলরের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়।

নূরজাহান বেগম জানান, চলতি বছরের ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে পূর্বের ঘটনার জের ধরে গালিগালাজসহ মারধর শুরু করে ছেলে ও তার স্ত্রী। এসময় লঠি দিয়ে বেধড়ক পিটাতে থাকে। মারধরে নূরজাহানের ডান কোমরের হাড় ভেঙে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত হয়। মারধরের পর তারা আলমারিতে থাকা বয়স্কভাতা ও জাকাত ফিতরার ৭০ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়। এছাড়া ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণাংলঙ্কারও নিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে নূরজাহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে নূরজাহানের আইনজীবী মো. মাসুদ আলী আলোকিত চট্টগ্রামকে বলেন, জন্মদাতা বৃদ্ধা মাকে মেরে হাড় ভেঙে দেওয়ায় আদালতে মামলার এজাহার দায়ের করলে আদালত শুনানি শেষে কোতোয়ালী থানার ওসিকে মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!