চট্টগ্রামে নিয়ন্ত্রণে করোনার সংক্রমণ

চট্টগ্রামে নিয়ন্ত্রণে এসেছে করোনার সংক্রমণ। আবার কোথাো নেই কোনো আহাজারি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার মাত্র ৪ দশমিক ৩৬ শতাংশ। এর চেয়ে বড় ব্যাপার, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের কোথাও কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন: চট্টগ্রামে শীতের সঙ্গে কমছে করোনা

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ গত ২৪ ঘণ্টায় ১৩ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তের ৮৪ জন নগরের এলাকার এবং ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আগের দিন ১১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সেদিন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৯ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, সংক্রমণ পাঁচ শতাংশের মধ্য থাকলে তা নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেওয়া হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯০৪ জন। এর মধ্যে ৯১ হাজার ৫৪৯ জন নগরের এবং ৩৪ হাজার ৩৫৫ জন উপজেলার বাসিন্দা।

সবমিলিয়ে মারা গেছেন ১ হাজার ৩৬২ জন করোনা রোগী। যার ৭৩৪ জন নগরের এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!