চট্টগ্রামে থার্টি ফার্স্ট নাইটে কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ

চট্টগ্রামে থার্টি ফাস্ট নাইটে কেঁচো খুঁড়তে বেরিয়ে এসেছে সাপ। পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে ২ যুবক। তাদের কাছে ছিল ২৫ রাউন্ড কার্তুজ!

রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার স্টারশিপ গলির মুখে পুলিশের বিশেষ তল্লাশি চৌকি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে ইউসুফ আহম্মেদ (৩৫) ও একই এলাকার মৃত নুর হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪১) প্রকাশ রানা।

আরও পড়ুন : চট্টগ্রামে মিরাজের স্ক্রিপ্টে সাজানো নাটকে দিনদুপুরে ১০ লাখ টাকা লুট

জানা যায়, রোববার রাতে অটোরিকশা নিয়ে ইউসুফ ও নুরুল ইসলাম পুলিশের তল্লাশি চৌকি অতিক্রম করার সময় থামার সিগন্যাল দেয় পুলিশ। এসময় কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। তবে পালাতে ব্যর্থ হয়ে পুলিশের হাতে আটক হন দুজন। পরে তাদের কাছ থেকে ২৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা আলোকিত চট্টগ্রামকে বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দায়িত্বরত টিমের তল্লাশি চৌকি থেকে দুজনকে আটক করা হয়। আটক ইউসুফের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ২৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ অপরাধে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

জেএন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!