চট্টগ্রামে থানায় দুদক ডিডি’র মৃত্যু, সরানো হলো সেই ২ এএসআইকে

চান্দগাঁও থানার হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক সৈয়দ মো. শহিদুল্লাহর মৃত্যুর ঘটনায় দুই এএসআই ইউসুফ আলী ও সোহেল রানাকে দামপাড়া পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়, সিএমপির উত্তর বিভাগের চান্দগাঁও থানায় কর্মরত এএসআইদের প্রশাসনিক কারণে দামপাড়া পুলিশ লাইন্সে যুক্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত মঙ্গলবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় চকবাজার থেকে বাসায় ফেরার পথে চান্দগাঁও থানার চেয়ারম্যানঘাটা এলাকায় এএসআই ইউসুফ আলী ও সোহেল রানা সিভিল ড্রেসে এসে সাবেক দুদক কর্মকর্তা সৈয়দ মো. শহিদুল্লাহকে কলার ধরে টানাহেঁচড়া করে থানায় নিয়ে যান। এসময় তিনি সম্মানিত লোক পরিচয় দিয়ে জানান, আমাকে খবর পাঠালেই থানায় যেতাম। কিন্তু পুলিশ সদস্যরা কোনো কথা না শুনে তাকে নিয়ে যান। এতে চরম অপমানিত হওয়ার কারণেই দুদকের এই সাবেক কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ।

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!