চট্টগ্রামে তেলে ভাসছে খাল

নগরের হালিশহরে রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ৩০ থেকে ৩৫ হাজার লিটার তেল পার্শ্ববর্তী গুপ্ত খালে গিয়ে পড়ে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, পতেঙ্গা এলাকার বিভিন্ন ডিপো থেকে তেল নিয়ে একটি ট্রেন ইয়ার্ডে যাচ্ছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ওয়াগন অর্ধেক কাত এবং একটি ওয়াগন আংশিক কাত হয়ে যায়।

সিজিপিওয়াই’র প্রধান মাস্টার আবদুল মালেক বলেন, লাইনচ্যুত হওয়া ওয়াগন তিনটিতে ডিজেল ছিল। এসব ডিজেল ইয়ার্ডের একটি খালে পড়েছে। তেল উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) তারেক মোহাম্মদ ইমরান বলেন, লাইনচ্যুতির ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!