চট্টগ্রামে ডেঙ্গুর জালে আরও ১১৮ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১৮ জনের দেহে ডেঙ্গু রোগের জীবাণু মিলেছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১১৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৬৪ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৪ জন রোগী।

চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮৩ জন, মারা গেছেন ২০ জন। এছাড়া জুলাইয়ে ১ হাজার ২১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১১ জন।

এআইটি/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!