চট্টগ্রামে জিকির করতে ঢুকে ফাঁসিতে ঝুলল ভাণ্ডারী

ফটিকছড়িতে ঝুলন্ত অবস্থায় মো. আলাউদ্দিন ভাণ্ডারী (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নাসির মো. তালুকদার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

মো. আলাউদ্দিন ভাণ্ডারী একই এলাকার মৃত রুহুল আমিনে ছেলে। তার ২ স্ত্রী এবং ৭ ছেলে-মেয়ে রয়েছে। তিনি নাজিরহাট বাজারের একজন ব্যবসায়ী।

আরও পড়ুন : লোকসানের জ্বালা সইতে না পেরে ফাঁসিতে ঝুলল ৪ সন্তানের বাবা

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বসতঘরে আলাউদ্দিনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ছেলে তুষার দেখতে পায়। এরপর সে অন্যদের জানায়।

তুষার বলেন, বাবা একজন মাইজভাণ্ডারী ভক্ত। ঘরে প্রতিদিন একটি আসনে বসে জিকির করেন। ঘটনার আগের দিন রাতে তিনি প্রতিদিনের মতো তার আসনে ঢুকেন। এরপর আসনের পর্দা টেনে দেন। মনে করেছিলাম সেখানে তিনি ঘুমিয়ে পড়েছেন। পরদিন সকালে আমি চা খাওয়ার জন্য ডাকতে গেলে বাবাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখি। এরপর বিষয়টি আমি বাসার অন্যদের জানায়।

এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!